বিবিএ নিউজ.নেট | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 287 বার পঠিত
বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানিদুটি হচ্ছে: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং এক্সিম ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ স্পট মার্কেটে কোম্পানি দুটির লেনদেন শেষ হয়েছে। প্রসঙ্গত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত তিন প্রান্তিকের (৯ মাসের) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর অনুমোদিত মূলধন ৪০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা।
এক্সিম ব্যাংকের বিশেষ সাধারণ সভা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।
Posted ১:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy