বিবিএ নিউজ.নেট | সোমবার, ১৫ মার্চ ২০২১ | প্রিন্ট | 293 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ সোমবার ২৯ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- বৃটিশ আমেরিকান টোব্যাকো, ইউনাইটেড পাওয়ার, এসকে ট্রিমস, আজিজ পাইপস, বিকন ফার্মা, বেক্সিমকো, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, লাফার্জহোলসিম সিমেন্ট, এম.এল ডাইং, এমটিবি, ন্যাশনাল পলিমার, ওয়াইম্যাক্স, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও সামিট পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৯ লাখ ৯৮ হাজার ৬০৯টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য ছিল ২২ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।
এছাড়া আজিজ পাইপসের ৫ লাখ টাকার, বিকন ফার্মার ১২ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লাখ ৭১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৩৯ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৭ হাজার টাকার, ডিবিএইচের ৪০ লাখ ৮৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৬ লাখ টাকার, এমারেল্ড অয়েলের ২৩ লাখ ৬৯ হাজার টাকার, জেনেক্সের ২৮ লাখ ১৯ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৯৮ লাখ ৭৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৪২ লাখ ৪০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৩ লাখ ২০ হাজার টাকার, লাফার্জহোসিমের ৩৬ লাখ ৬০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৯ হাজার টাকা।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৪ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ২০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ২৪ লাখ ১৫ হাজার টাকার, শেফার্ডের ৫ লাখ টাকার, সিলভা ফার্মার ৫ লাখ টাকার, সোনালী পেপারের ১৫ লাখ ৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৮৫ লাখ ৭৬ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy