নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 1252 বার পঠিত
লভ্যাংশ ঘোষণা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড। এজন্য আগামী ১২ এপ্রিল বিকাল ৩টায় এ ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২ হাজার টাকা এবং এক হাজার ৩২৫ কোটি ৮৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২ হাজার ৩৪৬ কোটি ৯৯ লাখ টাকা। এ কোম্পানির ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৪৭৬টি শেয়ারের মধ্যে ৪৬.২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৯.০২ শতাংশ বিদেশি এবং ৫.৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা।
৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ০১ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫২ পয়সা।
তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৮১ পয়সা। গতবছর একই সময়ে এনএভিপিএস ছিল ২৯ টাকা ১৪ পয়সা।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan