নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 450 বার পঠিত
সম্প্রতি ইউনিক হোটেল ও রিসোর্ট এবং নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ইউনিক হোটেলের সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১১.৭৬ শতাংশ বা ১৪ হাজার ৬৪১টি শেয়ার ক্রয় করবে কাতার ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট। প্রতিটি শেয়ার দশ টাকা অভিহিত মূল্যে মোট ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এক্ষেত্রে ইউনিক হোটেল ও রিসোর্টকে প্রিমিয়াম মূল্য হিসেবে ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ ইউএস ডলার পরিশোধ করবে নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট। যা পর্যায়ক্রমে চার ধাপে পরিশোধ করা হবে।
বাংলাদেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবকাঠামোগত সুবিধা প্রদানের লক্ষ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসর্টস লিমিটেড স্ট্র্যাটেজিক ফিনান্স লিমিটেড (এসএফএল) এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্টস একত্রিত হয়ে নারায়নগঞ্জের মেঘনাঘাটে নিজস্ব ব্যবস্থাপনায় ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নামে গ্যাস এবং আর-এলএনজি ভিত্তিক একটি ৫৮৪ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের উন্নয়নে কাজ করছে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan