নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ মে ২০২১ | প্রিন্ট | 311 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচুয়াল ফান্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডগুলো হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ বুধবার অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়। ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য ১২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১টাকা ৮৩ পয়সা।
ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
অপরদিকে, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে ইউনিটহোল্ডারদের জন্য ১১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan