নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ জুন ২০২১ | প্রিন্ট | 210 বার পঠিত
আরও ৭ দিন সময় লাগবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের উৎপাদন লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে। আজ ৬ জুন থেকে আগামী ১২ জুন পর্যন্ত একটি লাইনের রক্ষণাবেক্ষনের কাজ চলবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি টাইলস উৎপাদনের একটি লাইনের রক্ষণাবেক্ষণ শেষে খুব দ্রত উৎপাদন চালুর ঘোষণা দেবে।
এর আগে কোম্পানিটি জানায়, আরএকে সিরামিকসের টাইলস উৎপাদনের ৪টি লাইনের মধ্যে ২টি লাইনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের কাজ করা হবে। গত ২১ মে থেকে ৫ জুন পরযন্ত এই কাজ চলবে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের সময় টাইলস উৎপাদনের ২টি লাইনের কাজ সাময়িক বন্ধ থাকবে।
জানা গেছে, এই সময়ে কোম্পানির স্যানিটারি প্লান্টের যন্ত্রপাতিও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অপর দুই টাইলস প্লান্টের (লাইন-৩ ও লাইন-৪) উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার প্লান্ট উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে।
Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan