নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ জুন ২০২১ | প্রিন্ট | 220 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.৮৬ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকা।
কাট্টালি টেক্সটাইল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪৬ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, দেশবন্ধু পলিমার, ইউনিক হোটেল, প্রাইম টেক্সটাইল ও এনভয় টেক্সটাইল লিমিটেড।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan