নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট | 349 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। বুধবার (৭ জুলাই) এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, এ তদন্ত কমিটি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানির শেয়ার লেনদেনে কোনও আইন লঙ্ঘন করেছে কি-না তাও খতিয়ে দেখা হবে।
এদিকে সম্প্রতি রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি) ডেল্টা লাইফের বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। গঠিত কমিটি খতিয়ে দেখবে যে, যথাযথ আইন অনুসরণ কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করা হয়েছিল কিনা।
প্রসঙ্গত, গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দাম ছিল ১০৩.৩ টাকা। আর ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকায়।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan