নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট | 248 বার পঠিত
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মুন্নু ফেব্রিক্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু ফেব্রিক্স ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআবিসি ব্যাংকের ১২.৪৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১.৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.০২ শতাংশ কমেছে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan