নিজস্ব প্রতিবেদক : | বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট | 225 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যে সকল বিনিয়োগকারীরা একটি ব্যাংক হিসাবের বিপরীতে দুইটির বেশি আবেদন করেছেন তাদের আবেদন বাতিলসহ আবেদিত অর্থের ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে সাত শতাংশ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১১ আগস্ট)বিএসইসির ৭৮৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে, শেষবারের মতো শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বিএসইসি ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ অর্থ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ভবিষ্যতে কখনো এ ধরণের আবেদন গ্রহণ করা হবে না।
Posted ১১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan