বিবিএ নিউজ.নেট | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 158 বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৮ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৯ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।
লেনদেনের শীর্ষে রয়েছে সিএন্ডএ টেক্সটাইল। এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৮ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকার।
এছাড়া, রুপালি ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২ লাখ ৭ হাজার টাকার, আলিফ মেনুফেকচারিংয়ের ৭৪ লাখ ৩৫ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৭ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫০ লাখ ৫৯ হাজার টাকার, সোনালী পেপারের ৪৮ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৬ লাখ ১৩ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ২৬ লাখ ৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ২৫ লাখ ২ হাজার টাকার, আইপিডিসির ২২ লাখ ২৯ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২১ লাখ ৯৮ হাজার টাকা।
মেট্রো স্পিনিংয়ের ২১ লাখ ৯৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২০ লাখ ৮৫ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ১২ লাখ ৮ হাজার টাকার, বিডি থাইয়ের ১০ লাখ ১ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৯ লাখ ৮৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫ লাখ ৩২ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫ লাখ ৩ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy