নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 160 বার পঠিত
বিদায়ী সপ্তাহে(০৩-০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। যে কারণে কোম্পানিটি ডিএসইর গেইনার বা দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের দর ছিল ২২ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৬০.৪৫ শতাংশ। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৭.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ারেম ৫.৪০ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ দর বেড়েছে।
Posted ১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan