রবিবার ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   117 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন। আলোচন্য সপ্তাহে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। টানা পতনে ঈদুল আযহাজার পর শেয়ারবাজার থেকে কমে গেছে সাড়ে ২৬ হাজার কোটি টাকা মূলধন।

ঈদের আগের কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৬ হাজার ৭৭২ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার টাকায়। আর বৃহস্পতিবার (২৮ জুলাই) লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৯২ হাজার ১১৩ কোটি ৭ লাখ ৭৪ হাজার টাকায়। অর্থাৎ এ সময়ে বাজার মূলধন ২৬ হাজার ৬৫৯ কোটি ৩৯ লাখ ৯২ হাজার টাকা কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৬.০১ পয়েন্ট বা ২.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৮০.৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৬.৮৯ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৫.৫৮ পয়েন্ট বা ২.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩০৮.২০ পয়েন্টে এবং দুই হাজার ১৪৫.২৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ১৬৯ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৩০১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ২৩১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৯৮ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ০৭০ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির বা ১৭.৪৮ শতাংশের, কমেছে ২৯৭টির বা ৭৬.৩৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৬.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

এদিকে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ০৩ হাজার ১১৯ কোটি ০৪ লাখ ৬৬ হাজার ০০৮ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৯২ হাজার ১১৩ কোটি ০৭ লাখ ৭৪ হাজার ৪২১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১১ হাজার ০০৫ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৭৬৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৫৭৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৭ লাখ ৪২ হাজার ১৮৭ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭০.৮২ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৭.৫৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২১.৪৩ পয়েন্ট বা ২.০৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৮৫.৬০ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৪.৪৭ পয়েন্ট বা ১.৮৬ শতাংশ এবং সিএসআই সূচক ২৫.০৯ পয়েন্ট বা ২.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৫৪২.৬৯ পয়েন্টে, ১২ হাজার ৯৬৬.৭৫ পয়েন্টে, এক হাজার ২৯৩.২৭ পয়েন্টে এবং এক হাজার ১০৮.১৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬২টির বা ১৮.১৮ শতাংশের দর বেড়েছে, ২৬১টির বা ৭৬.৫৪ শতাংশের কমেছে এবং ১৮টির বা ৫.২৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ৩০ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।