নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত
আজ ২৩ নভেম্বর সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা উত্থান হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে প্রধান সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৭০ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৭১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির , কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৯৭টি শেয়ার ১ লাখ ১১ হাজার ৬৯৬ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ নভেম্বর ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১২২টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬১৭ বার হাতবদল হয়।
আর দিন শেষে লেনদেন হয় ৪০৯ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৯৫.৯৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৯৬৫ টাকা।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan