| মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিকস, সিঙ্গার বিডি এবং ইমাম বাটন।
আরএকে সিরামিকস : কোম্পানিট ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের সমন্বিত ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।
৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।
আগামী ১৯ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি।
সিঙ্গার বিডি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)হয়েছে ৩৪ টাকা ৩ পয়সা।
আগামী ২৮ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
ইমাম বাটন : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ অন্তর্বতী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২ টাকা ০৭৭ পয়সা।
কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারী, ২০২৪।
Posted ১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan