| বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 119 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আয়োজনে বীমা দাবি নিষ্পত্তি দ্রুত ও সহজিকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) আইডিআরএ’র সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও ব্রিগ্রে. জেনারেল মো. আনোয়ার শফিক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিমাই কুমার সাহা, প্রাইম ইসলামী লাইফের সিইও মো. সামসুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম জিয়াউল হক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. শাহ্ জামাল হাওলাদার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম ও আইডিআরএ’র সদস্য ও পরিচালকবৃন্দ।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy