| বুধবার, ২০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 225 বার পঠিত
ধারাবাহিক দরপতন কাটিয়ে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। আজ ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও র টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০৫ শতাংশ বা ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭২.৫৮ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৭.৫৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২.২৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৫ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫৯ টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৪২২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ মার্চ ডিএসইতে ১৬ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৬৩ টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৪৬৫ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ১০৬.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৭৬০.৪৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ২৭১ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৬১০ টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ ৮২ হাজার ৬৬১ টাকা।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan