| বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
আজ ১৪ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইসলামী ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৩.৩২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৩.০০ শতাংশ আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ২৪ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৭৯২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ২.৯৯ শতাংশ, জেমিনি সি ফুডসের ২.৯৯ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৯৯ শতাংশ, ফার্মা এইডসের ২.৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ২.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২.৯৯ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ দর কমেছে।
Posted ৫:০০ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan