| শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 42 বার পঠিত
দেশের সকল লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে বীমা কোম্পানীগুলোর উদ্দেশ্যে বলা হয়, মানুষের জীবন ও সম্পদকে ঘিরেই বীমা কোম্পানীর সকল কর্মকান্ড আবর্তিত হয়ে থাকে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। ক্ষতিগ্রস্ত এলাকায় আপনার কোম্পানীর নিকটস্থ অফিসমূহের মাধ্যমে ত্রাণ সহায়তাসহ উদ্ধার কাজ চালানো যেতে পারে। কোম্পানীর পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত একটি “বন্যা সহায়তা কর্মসূচী” গ্রহণ করে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারে ।
এমতাবস্থায়, অনতিবিলম্বে আপনার কোম্পানীর সাধ্যানুযায়ী বন্যাদুর্গত এলাকাসমূহে “বন্যা সহায়তা কর্মসূচী” গ্রহণের জন্য আহবান করা হলো। এই কর্মসূচীর মাধ্যমে গৃহিত পদক্ষেপসমূহ পরবর্তিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | Mizanul Haque