| রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- লিন্ডে বিডি এবং ইন্টারন্যাশনাল লিজিং। এর মধ্যে আজ থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত লিন্ডে বিডি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে ২৫ সেপ্টেম্বর লিন্ডে বিডি এবং ২৬ সেপ্টেম্বর ইন্টারন্যাশাল লিজিংয়ের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারহোল্ডারদের জন্য অর্ন্তর্বতী ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।
চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৮৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।
৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা, যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৩৭১ টাকা ২৭ পয়সা ছিল।
অপরদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয় ১১ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮ টাকা ০৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত ঋণাত্মক সম্পদ মূল্য হয়েছে ১৭৩ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ঋণাত্মক সম্পদ ছিল ১৬২ টাকা ২৪ পয়সায়।
আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
Posted ২:১২ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan