| বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
আজ ২৬ সেপ্টেম্বর ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু দুপুর ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৯ শতাংশ বা ৯৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৬৪.৯৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ২৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৩ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৫১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৭১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৩৬.৫০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯৩.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯৫.০৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮ টির, কমেছে ৩৫৫ টির এবং অপরিবর্তিত রয় ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
গত কার্যদিবসে ডিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৬ কোটি ৯৩ লাখ ০৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬৬ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩০ শতাংশ বা ২০৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৭৯৩.২২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার ১২৪ টাকা।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan