রবিবার ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে প্রায় ১০ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছে বিনিয়োগকারীরা

  |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   32 বার পঠিত

সপ্তাহজুড়ে প্রায় ১০ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছে বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার কোটি টাকার পুঁজি হারিয়েছে দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তবে বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও উভয় স্টক এক্সচেঞ্জে টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.১৪ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪.১৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১.৯৪ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৪১.৫১ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪.৯৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৬.৫৬ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১.৩০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪০টি, কমেছে ৩৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১২ কোটি ৬৭ লাখ শেয়ার ৯ লাখ ১৬ হাজার ৯২২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৮.৫০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬২ লাখ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৯৫০ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা বা ১.৪৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৮.৬৬ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৩.২২ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৮৯.০৯ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭১.৩৩ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৬.৮০ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৩.৫৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৯৩.৬ পয়েন্টে এবং এক হাজার ১৯৩.৬১ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ১৬১.০২ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২৩.১৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৯টি, কমেছে ২৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৭ লাখ ১০ হাজার ৪৪২ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ ২২ হাজার ৭৬৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৪৩ লাখ ১২ হাজার ২৯৫ টাকা বা ৭২.১৬ শতাংশ।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।