| শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 33 বার পঠিত
ঘোষিত রাইট শেয়ার ইস্যুতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে শেয়ারজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ। এদিন বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট অর্থাৎ ১:৩ রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম যুক্ত হবে। প্রতিটি রাইট শেয়ার মোট ১৫ টাকায় ইস্যু করে শেয়ারবাজার থেকে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির সম্প্রসারিত কারখানার জন্য ফারনেস সংস্থাপনে ব্যয় করা হবে, যা কোম্পানিটির উৎপাদনক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে বছরে কোম্পানিটির আয় ৪৫০ কোটি টাকা বাড়বে বলে দাবি করেছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ (উদ্যোক্তা পরিচালক বাদে) ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫৮ পয়সা।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিপিএইচ ইস্পাতের ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৫ পয়সায়। ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯০ পয়সা।
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৮৩ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ৬৬২ কোটি ৮৪ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬টি। এর মধ্যে ৪৬.৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫.০৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
২০২৩ সালের ৩০ জুন মোট শেয়ারের ৪৯.৬১ শতাংশ শেয়ার ছিল কোম্পানিটির উদ্যোক্তাদের কাছে। যা ৩১ আগস্ট, ২০২৪ কমে দাঁড়িয়েছে ৪৬.৭৬ শতাংশে। এ সময়ে উদ্যোক্তারা ২.৮৫ শতাংশ শেয়ার বাজারে বিক্রি করেছেন।
কোম্পানিটির শেয়ার গত এক বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ ৪৪ টাকা ৮০ পয়সায় এবং সর্বনিম্ন ২৫ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দর হয়েছে ২৫ টাকা ৯০ পয়সায়।
Posted ৫:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan