নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 20 বার পঠিত
পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে বিশ্বব্যাংক ও ইউএস এসইসি এর যৌথ উদ্যোগে ‘Industry Day’ শীর্ষক সেশনে এসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষিরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। সেশনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএপিএলসি, ভিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবং দেশের পুঁজিবাজারে কর্মরত ডিএসই ও সিএসইর টিআরটিসি হোল্ডার্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানিস, ফান্ড ম্যানাজার, সিকিউরিটিজ কাস্টোডায়ান, মিউচুয়াল ফান্ড কাস্টোডায়ান, ট্রাস্টি অব অল্টারনেটিভ ফান্ড ও ট্রাস্টি অব ডিবেট সিকিউরিটিজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উক্ত সেশনটি ইউএস এসইসির ঝুঁকি বিশেষজ্ঞ নীতীশ বাহাদুর, সহযোগী পরিচালক পল গুমাগে পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন। এসময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএসর কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। বাংলোদেশের পুঁজিবাজারের মধ্যস্ততাকারীসহ বিভিন্ন অংশীজনদের ভূমিকা কী হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রেক্ষিতে অংশীজনরা কী ভূমিকা রাখছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গত ২৭ থেকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৪ দিনব্যাপী বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ডিএসই কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগের সিকিউরিটিজ রেগুলেশন বাড়ানোর উপর সম্মেলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৩০ অক্টোবর) উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী। এছাড়াও বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মিজ শ্যারন কেলি, ইউএস এসইসির সহযোগী পরিচালক পল গুমাগে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চারদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইউএস এসইসির ঝুঁকি বিষয়ক বিশেষজ্ঞ নীতীশ বাহাদুর, সহযোগী পরিচালক পল গুমাগে, ব্রাঞ্চ প্রধান টম সুইয়ার্স, সিনিয়র স্পেশাল কাউন্সেল সেলেস্ট এম. মারফি পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন।
আলোচকরা বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে বলে সেশনে আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy