নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 308 বার পঠিত
কমিশন বসুন্ধরা এজিবি লিমিটেডকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে কতিপয় শর্ত, সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে নীতিগত অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পরিচালক পর্ষদের অনুমোদন ও পরবর্তীতে সিএসইর এর আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে অনুমোদন করেছে বএসইসি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএসইসির ৮৪০ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ জথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতউল-ইসলাম।
এ ব্যাপারে সিএসই ও প্রস্তাবিত কৌশলগত বিনিয়োগকারী এজিবি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
Posted ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan