নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 262 বার পঠিত
চলতি বছরের অক্টোবর মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় গত দুই মাসের মত এ মাসেও শীর্ষে অবস্থান করছে লঙ্কাবাংলা সিকিউরিটজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত মাসে দ্বিতীয় স্থানে তার আগের দুই মাসের ন্যায় রয়েছে ইউসিবি ক্যাপিটাল মানেজমেন্ট লিমিটেড। একইভাবে তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
অক্টোবর মাসে শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
এছাড়া রয়েছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ, বি এল আই সিকিউরিটিজ এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড।
Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan