নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩১ মে ২০২০ | প্রিন্ট | 400 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।
আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনা ভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে মেয়েদের একটু সুযোগ দিলে যে ভাল করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। লেখাপড়া শিখে আমাদের ছাত্রছাত্রীরা দেশের মর্যাদা রক্ষা করবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি মেধাবী। একটু সুযোগ পেলে অনেক বেশি মেধার বিকাশ ঘটাতে পারবে। আমরা সেই সুযোগ করে দিতে চাচ্ছি।
শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি না কারণ এরা আমাদের ভবিষ্যৎ। জাতির ভবিষ্যতকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারলে পর্যাক্রমে উন্মুক্ত করব, যোগ করেন প্রধানমন্ত্রী।
Posted ১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan