নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২০ | প্রিন্ট | 417 বার পঠিত
প্রায় সোয়া ছয় কোটি টাকা আর্থিক সহায়তা পাচ্ছে অসুস্থ দুই হাজার শ্রমিক। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত অবস্থায় কর্মস্থলে দুর্ঘটনায় নিহত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা অসুস্থ এমন দুই হাজার শ্রমিকের চকিৎসায় এ আর্থিক সিহায়তা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিৎসার জন্য আবেদনকৃত শ্রমিকদের আবেদন যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৬০ জন শ্রমিকের নিজ নিজ নামে ইস্যুকৃত ৬ কোটি চব্বিশ লাখ ষাট হাজার টাকার চেক গত কয়েকদিনে শ্রম অধিদফতরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দরিদ্র অসহায় শ্রমিকদের চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. রেজাউল হক জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন হয় শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের এ ধরনের সহায়তায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
Posted ৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan