নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 195 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ০৭ সেপ্টেম্বর ২০২২ ওরিয়ন ফার্মার শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২১ আগস্ট ২০২২ ওরিয়ন ফার্মার উদ্বোধনী দর ছিল ৯১ টাকা ২০ পয়সা। আর ০৭ সেপ্টেম্বর ২০২২ ক্লোজিং দর হয়েছে ১১৭ টাকা ১০ পয়সা। মাত্র ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫ টাকা ৯০ পয়সা বা ২৮.৩৯ শতাংশ।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
Posted ২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan