নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 252 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের ৮ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কোম্পানিগুলোকে নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১ দেওয়া হয়।
আইসিএসবি’র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’। ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদণ্ডের ওপর ভিত্তি করে কোম্পানিগুলোকে তাদের স্বচ্ছ করপোরেট গভর্ন্যান্সের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালে এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটা কর্পোরেট ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রেখেছে তার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোকে মূল্যায়ন করে ১২টি ক্যাটাগরিতে ৩৭ প্রতিষ্ঠানকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
নন লাইফ বীমা খাতে জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে যৌথভাবে রিলায়েন্স ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে যৌথভাবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান এম নুরুল আলম, কাউন্সিল সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy