বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 414 বার পঠিত
মো. রিফাত হাসানকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়ে সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে তিনি আইসিবির মহাব্যবস্থাপক হিসেবে ইইএফ/ইএসএফের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৮ সালে প্রোগ্রামার হিসেবে আইসিবিতে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সিস্টেম এনালাইসিস ডিপার্টমেন্ট, হার্ডওয়্যার অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে যশোরে ‘ডিজাস্টার রিকভারি সাইট’ স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ এবং এ-সংক্রান্ত নিয়োমিত সভা আয়োজনসহ সার্বিক কর্মকাণ্ডের সমন্বয় সাধনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন।
Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed