নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 346 বার পঠিত
ইউসিবি এএমএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের বে-মেয়াদি খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার বিএসইসির ৭৫১তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি টাকা প্রদান করবে এবং বাকি ১৮ কোটি টাকা সাধারণ বিনিয়ােগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ইউসিবি ম্যানেজমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan