নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 354 বার পঠিত
শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেড। রোববার (০৮ নভেম্বর) ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৭২ পয়সা।
৩০ জুন ২০২০ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১১ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল মাইনাস ১০ টাকা ১৯ পয়সা।
আগামী ২০ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।
Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan