বিবিএ নিউজ.নেট | রবিবার, ৩০ মে ২০২১ | প্রিন্ট | 399 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২৯তম বাষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানি সচিব আবদুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, পরিচালনা পর্ষদের সদস্য কে জে এস বানু, সেলিনা আলী, নাসির হোসেন, এম আই খসরু, আনিস আহমেদ, জারা নামরিন ও স্বতন্ত্র পরিচালক আশিক ইমরান প্রমুখ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ২৯ বছর ধরে আমরা ভালো করে এসেছি। এর কারণ ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা পর্ষদের মধ্যে সুসম্পর্ক। এটিই মূল চালিকাশক্তি। এজন্য প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে আমাদের ব্যাংক সর্বোচ্চ লভ্যাংশ দিতে
পেরেছে। শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।
ডিএসই সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৯৪ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy