নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 98 বার পঠিত
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন ফ্লোর প্রাইস উঠছেনা। ফ্লোর প্রাইস উঠানো নিয়ে শেয়ারবাজারে যে গুজব ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার।
বিএসইসির কমিশনার বলেন, বিভিন্ন হাউজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়ে। আজ কমিশনে এই বিষয়ে বৈঠক হবে বলেও ছড়ানো হচ্ছে। তবে বিষয়টি সম্পুর্ণ গুজব। এখনই ফ্লোর প্রাইস উঠানো হচ্ছেনা। যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিকেলে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কয়েকটি শীর্ষ ব্রোকারের প্রধান নির্বাহীরা নিশ্চিত করেছেন। তবে বিএসইসির কমিশনার ও মূখপাত্র এই বৈঠকের বিষয়ে অবগত নন বলে জানা গেছে।
Posted ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy