নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 329 বার পঠিত
উৎপাদনক্ষমতা বাড়াবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে নতুন করে আরেকটি প্ল্যান্ট স্থাপন করবে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিএসআরএম স্টিলসের নতুন প্ল্যান্টের বার্ষিক উৎপাদনক্ষমতা হবে ৫ লাখ মেট্রিক টন এমএস (গরষফ ঝঃববষ) প্রোডাক্টস। দেশে এমএস প্রোডাক্টসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বিএসআরএম স্টিলসের নতুন প্ল্যান্ট ২০২৩ সালের মাঝামাঝি উৎপাদনে আসতে পারে বলে কোম্পানি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan