শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রী দিল এনআরবিসি ব্যাংক

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   413 বার পঠিত

করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রী দিল এনআরবিসি ব্যাংক

৬ জেলার বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস মোকাবিলায় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে চতুর্থ প্রজন্মের বেসরকারি এনআরবিসি ব্যাংক। এগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং পিরোজপুর। শনিবার (২৫ এপ্রিল) এক বার্তায় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশব্যাপী কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালগুলোর চিকিৎসক ও সেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের পদক্ষেপ নিয়েছে এনআরবিসি ব্যাংক। করোনাভাইরাস ক্রান্তিকালে বিদ্যমান এই জরুরি অবস্থায় সরকারের পাশাপাশি জনস্বার্থে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে :

১. প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা
৩. ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা
৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৫. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
৬. শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা
৭. স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা
৮. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৯. মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা
১০. ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জ
১১. চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতালসমূহ
১২. সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ
১৩. কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট
১৪. জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট
১৫. সিলেটের গোয়াইনঘাট অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল
১৬. সিলেটের ফেঞ্চুগঞ্জ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল
১৭. সিলেটের ছাতক অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল
১৮. বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
১৯. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
২০. আগৈলঝরা উপজেলা হাসপাতাল, বরিশাল
২১. গৌরনদী উপজেলা হাসপাতাল, বরিশাল
২২. ঝালকাঠি অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিবেদিত হাসপাতাল
২৩. নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর।

হাসপাতাল ছাড়াও সংবাদ সংস্থা ডিবিসি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পিপিই দেয়া হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ব্যাংকটি প্রায় পাঁচ হাজার পিপিই, পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক, এক হাজার কেএন-৯৫ মাস্ক, ৮০০ বিশেষ চশমা ও ১৫০০ হেডশিল্ড সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতেও এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে ব্যাংকটি।

সুরক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও এই দুর্যোগ মুহূর্তে দেশের জনস্বার্থে ইতঃপূর্বে এনআরবিসি ব্যাংক দেশের ও বিদেশের স্বনামধন্য ও বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের সমন্বয়ে একটি হেলথ ডেস্ক চালু করেছে।

উল্লিখিত হেলথ ডেস্ক থেকে এই বিশেষজ্ঞ টিমের তত্ত্বাবধায়নে করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক পরামর্শ প্রদান ও আক্রান্তদের বিশেষ করণীয় সংক্রান্ত তথ্য সহায়তা ছাড়াও স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ দেয়া হয়।

দেশের যেকোনো প্রান্ত থেকে সমাজের সকল শ্রেণির মানুষ ১৬৪১৩ ও ০৯৬১২৩১৬৪১৩ নম্বরে ফোন করে বিনা খরচে এই সেবা গ্রহণ করতে পারেন।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11388 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।