| সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 419 বার পঠিত
করোনার প্রভাব মোকাবিলায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে অতিরিক্ত ১৮০ দিন সময় বাড়িয়ে ৩৬০ দিন নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ঋণপত্র খোলার পর পণ্যগুলো আনতে মোট ১৮০ দিন সময় পেতেন গ্রাহক।
অর্থসূচকে প্রকাশিত পুঁজিবাজার ও ব্যাংক-বিমার গুরুত্বপূর্ণ খবরগুলো এখন নিয়মিত পাওয়া যাচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ঝযধৎবনধুধধৎ-ঘবংি ্ অহধষুংরং এ। প্রিয় পাঠক, গ্রুপটিতে যোগ দিয়ে সহজেই থাকতে পারেন আপডেট।
গতকাল রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন সকল অথরাইজড ডিলার। করোনা পরিস্তিতিতে এই সিদ্ধান্ত সময়ের দাবি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ২:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan