নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 530 বার পঠিত
করোনা পরিস্থিতিতে ‘নগদ’ পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ থেকে ‘নগদ’ এর কর্মীরা হোম অফিস করছেন। কেউ যেন এই দুর্যোগের সময় আতঙ্কিত না হোন, তার জন্য নিয়মিত যোগাযোগ রাখছে ‘নগদ’ কর্তৃপক্ষ। এ ছাড়া মাঠ পর্যায়ে যারা মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাদের নিরাপত্তা নিয়েও কাজ করছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের এই সংকটময় পরিস্থিতিতে ‘নগদ’ মার্চেন্ট টু মার্চেন্ট খরচ কমিয়ে ৬ টাকায় এনেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেওয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan