নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | প্রিন্ট | 466 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। বুধবার কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৬৯৫ বারে ১ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিবিধ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫ হাজার ২৬৯ কোটি ৮৯ লাখ টাকা। এ কোম্পানির ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ারের মধ্যে ২০.১৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৭.৭২ শতাংশ বিদেশি এবং ৫১.২৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫২ বারে ৪ লাখ ২৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড । আজ ফান্ডটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
নিচে আজকের গেইনার তালিকা দেয়া হলো:
# | TRADING CODE | CLOSEP* | HIGH | LOW | YCP* | % CHANGE |
---|---|---|---|---|---|---|
1 | BEXIMCO | 25.3 | 25.3 | 23.2 | 23.0 | 10 |
2 | DAFODILCOM | 64.9 | 64.9 | 60.6 | 59.0 | 10 |
3 | EXIM1STMF | 6.6 | 6.6 | 6.2 | 6.0 | 10 |
4 | ORIONPHARM | 61.6 | 61.6 | 56.0 | 56.0 | 10 |
5 | IBP | 24.7 | 24.7 | 22.8 | 22.5 | 9.7778 |
6 | IFIC | 12.5 | 12.5 | 11.5 | 11.4 | 9.6491 |
7 | ACMELAB | 80.1 | 80.4 | 73.7 | 73.1 | 9.5759 |
8 | ACTIVEFINE | 18.5 | 18.5 | 17.2 | 16.9 | 9.4675 |
9 | ORIONINFU | 83.6 | 84.3 | 77.5 | 76.7 | 8.9961 |
10 | CITYBANK | 22.9 | 23.0 | 21.2 | 21.1 | 8.5308 |
Posted ৫:১০ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan