নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 412 বার পঠিত
চট্টগ্রামের হাটহাজারীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অসহায় ২৬ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পর কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। । এ ঘটনায় ওই পরিবারগুলো প্রতিবাদ জানালে চেয়ারম্যানের লোকদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে জানা যায়। একটি অনলাইন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকের বরাতে এমনটাই জানা গেছে।
জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পরিবারগুলো এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। অভিযুক্ত নুরুল আবছার হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
মারধরের আহত কয়েকজন জানান, সোমবার সকালে ত্রাণ দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যান নুরুল আবছার ও তার লোকজন ত্রাণ দেওয়ার কথা বলে ছবি তোলেন।
ছবি তোলার পর চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান টিপু ও তার লোকজন বিতরণ করা ত্রাণগুলো কেড়ে নেয়। এর প্রতিবাদ তারা সবার ওপর হামলা করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, মির্জাপুরের চেয়ারম্যান ত্রাণের কথা বলে লোকজনকে পরিষদে নিয়ে যান। তাদের ত্রাণ দেওয়ার পর তা আবার কেড়ে নেন। অসহায় ২৬ পরিবারের লোকজন উপজেলা পরিষদে এসে কান্নাকাটি করতে থাকেন। পরে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হয়।
Posted ৫:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy