| সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 102 বার পঠিত
আজ ১৫ জানুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৮.৪৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ।
আর ৩০ পয়সা বা ৪.১৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬৩ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৪ শতাংশ, আরএসআরএম স্টিলের ২.৯০ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৮৩ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২.৬৬ শতাংশ এবং লিবরা ইনফিউশনের ২.৫৯ শতাংশ দর কমেছে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan