শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় যুক্তরাষ্ট্রের পণ্যমেলা বৃহস্পতিবার

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ১৩ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   419 বার পঠিত

ঢাকায় যুক্তরাষ্ট্রের পণ্যমেলা বৃহস্পতিবার

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্যমেলা। তিনদিনব্যাপী এ মেলায় দেশটির ৪৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। যৌথভাবে এ মেলার আয়োজন করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস।

মেলায় দেশটির বিভিন্ন উন্নত পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন পণ্য বিক্রিও হবে।

হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে জিএসপি (বাণিজ্যে অগ্রাধিকার খাত) সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়টি বিবেচনাধীন। এ ব্যাপারে তারা সহায়তা করবেন। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বেশি রফতানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশের রফতানি তৈরি পোশাক খাতনির্ভর। অর্থাৎ এক পণ্যেই আটকে আছে রফতানি। এতে পোশাক খাতে কোনো সমস্যা হলে সারা বিশ্বে বদনাম ছড়ায়।

তিনি বলেন, এ অবস্থা থেকে বের হয়ে আসতে পণ্যের বহুমুখীকরণ জরুরি। গত কয়েক বছরে বাংলাদেশের শ্রম খাতে অনেক উন্নতি হয়েছে। পোশাক কারখানার মান উন্নয়ন হয়েছে। গত বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক খাতে খুবই ভালো করেছে বাংলাদেশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, যেসব দেশে সুশাসন ও মানবাধিকারের পরিস্থিতি ভালো সে দেশেই বিনিয়োগ বাড়বে। বিনিয়োগকারীরা ওই দেশের প্রতি আগ্রহী হয়।

চীন অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ করছে- এ সংক্রান্ত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রবার্ট মিলার বলেন, উন্নয়ন খাতে চীন তাদের সেবা ও পণ্য নিয়ে বাংলাদেশে আসছে। একই কাজ করছে যুক্তরাষ্ট্রও। এ ক্ষেত্রে কোন পণ্যটি নেয়া হবে, তা বাংলাদেশের পছন্দের বিষয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- দূতাবাসের অর্থনৈতিক কর্মকতা জিম টন, অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম এবং সাবেক সভাপতি আফতাবুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মেলার উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেসব কোম্পানি অংশ নেবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বোয়িং কমার্শিয়াল অ্যারোপ্লেন, বেল হেলিকপ্টার, মেটলাইফ, আইফোন কোম্পানি অ্যাপল, ব্রাউন ইউনিভার্সিটি, বার্গার কিং, শেভরন কর্পোরেশন, কারগিল ইনকর্পোরেট, মাইক্রোসফট, জসলিন ডায়াবেটিস সেন্টার, মিলানী কসমেটিকস, ইউএস ফুড মার্ট। মেলায় যুক্তরাষ্ট্রে শিক্ষা ও বিজনেস ভিসা নিয়ে দুটি সেমিনার হবে। এ মেলা শেষ হবে শনিবার।

মেলায় প্রবেশ ফি ৩০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ড্রেস পরে এবং তাদের আইডি কার্ড নিয়ে এলে কোনো ফি লাগবে না।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11187 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।