নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 385 বার পঠিত
ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সম্পর্কিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) খসড়া বিধিমালা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লিগ্যাল নোটিশ দিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)।
ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসাইনের পক্ষে রোববার (১২ এপ্রিল) অ্যাডভোকেট আহসানুল করিম ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সচিবসহ পরিচালনা পর্ষদকে এই নোটিশ পাঠান।
এতে বলা হয়েছে, বিএসইসি তথাকথিত খসড়া ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট’ বিধিমালা জারির জন্য মন্তব্য চেয়ে ডিএসইকে গত ৪ঠা মার্চ চিঠি দেয়। কিন্তু ডিএসই এই বিধিমালা বাস্তবায়নের মারাত্মক প্রতিক্রিয়া অনুধাবনের পরও এতে সম্মতি জানিয়েছে। যা খুবই আশ্চর্যজনক।
নোটিশে আরও বলা হয়েছে, ট্রেকের খসড়া বিধিমালার দফা ৩, ৪, ৫, ৬ এবং ৮ বিধিসম্মত নয়, উপরন্তু বিএসইসি এ ধরনের কোনও কাঠামো গঠনের অধিকার রাখে না। এরপরও এতে সম্মতি জানিয়েছে ডিএসই।
এই পরিস্থিতিতে আগামি ৭ দিনের মধ্যে খসড়া ট্রেক বিধিমালা সম্পর্কে একটি প্রতিবাদ জানিয়ে কমিশনে ইমেইল বা অন্য কোনভাবে নোট পাঠানোর জন্য লিগ্যাল নোটিশে অনুরোধ করা হয়েছে। ডিএসই এই নোট পাঠাতে ব্যর্থ হলে, কৌশলগত বিনিয়োগকারীসহ সাধারন সদস্যরা পর্ষদের সবাইকে বিতারিত করার জন্য বিশেষ সাধারন সভা (ইজিএম) আহবান করবে। এছাড়া বিএসইসি কর্তৃক বিধিমালাটি বাস্তবায়িত হলে, এর বিষয়ে অবশ্যই চ্যালেঞ্জ জানানোর কথা বলা হয়েছে নোটিশে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy