নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 275 বার পঠিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে দ্বিতীয় বারের মতো আরও ৫ কার্যদিবস সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ (বুধবার) রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও ৫ দিন সময় চেয়ে কমিশনে চিঠি দেয় তদন্ত কমিটি। সেই পেক্ষিতে তদন্ত কমিটিকে আরও ৫ দিন সময় দিয়েছে বিএসইসি।
এর আগে গত ২৪ আগস্ট গঠিত কমিটিকে তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৭ কার্যদিবস সময় দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে না পারায় গত ৩ সেপ্টেম্বর ৫ দিনের সময় চেয়েছিল তদন্ত কমিটি। সেই হিসেবে আজ রিপোর্ট দেওয়ার জন্য সর্বশেষ সময়। কিন্তু আবারও প্রতিবেদন জমা দিতে ৫ দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে গঠিত ওই কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক ড. মুহাম্মদ আসিফ হোসাইন খান, আইআইটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম।
কমিটি ডিএসইর ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানের পাশাপাশি শেয়ারবাজারে তার প্রভাব ও দায়ী ব্যক্তিকে খুজেঁ বের করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সমস্যারোধের উপায় জানাবে।
এর আগে গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা। যে কারনে রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে ডিএসই। তবে ওয়েবসাইট এখন স্বাভাবিক কাজ করছে।
Posted ৭:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan