| রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 156 বার পঠিত
আজ ২৫ ফেব্রুয়ারি দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের টানা পতনে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৬৩ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৫৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসই–৩০ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৭.২৭ পয়েন্টে।
এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৪ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ২০৩ টি শেয়ার ২ লাখ ১০ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে।
টাকার অংকে যার বাজারমূল্য ৮০৪ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ডিএসইতে ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫১ টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৯৫৪ বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৮৬২ কোটি ১৮ লাখ ৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৭ কোটি ১৯ লাখ ২৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪০ শতাংশ বা ৭২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯৩২.৭০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।
এর মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ ১৩ হাজার ৬০৮ টাকা।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan