বিবিএ নিউজ.নেট | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 239 বার পঠিত
পুঁজিবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্তির অনুমোদন পাওয় দুই কোম্পানি মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড ও অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিমটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে (জুলাই,২০-জুন’২১) মাস্টার ফিডের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা। কউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আর কিউআইয়ের আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৪ টাকা ০৭ পয়সা।
অরিজা অ্যাগ্রোর তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৫০ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আর কিউআই আগের শেয়ার হিসাবে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়াবে ১৭ টাকা ৩৮ পয়সা।
Posted ৫:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy