নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 448 বার পঠিত
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন দেশের বৃহত্তম অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারের (হাসপাতাল) নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
দেড় লাখ বর্গফুটের এক্সপো ট্রেড সেন্টারটির দু’টি জোনে ফ্লোরম্যাট বসানোর কাজ শেষ। শুক্রবার আরও দু’টি জোনে ফ্লোরম্যাট বসানো হবে। এছাড়াও রোগীদের বেড, ফার্নিচার, চিকিৎসক ও নার্সদের বসার কক্ষগুলো সেট করা হবে। এসব কাজ শেষ হলেই করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাকেন্দ্রে রূপ নেবে দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার আইসিসিবি।
করোনা বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
Posted ৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne