বিবিএনিউজ.নেট | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 296 বার পঠিত
নতুন ব্যবসা সৃষ্টিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি।
বিসিক জানিয়েছে, স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণী যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী নতুন এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।
সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।
এদিকে এ বছরের প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আর অনলাইনে এ কোর্স করা যাবে এক হাজার টাকায়।
বিসিক বলছে, আগ্রহী উদ্যোক্তাদের ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশের মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। স্কিটির ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ নম্বরে ফোন দিয়ে প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed