বিবিএনিউজ.নেট | শনিবার, ২৮ মার্চ ২০২০ | প্রিন্ট | 393 বার পঠিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যেসব কারখানা মাস্ক, চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ডওয়াস, ওষুধসহ সরঞ্জামাদি উৎপাদন করছে সেসব প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সভাপতি ড. রুবানা হক।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কারখানা বন্ধ বা খোলা রাখার বিষয়ে বিজিএমইএ’র অবস্থান তুলে ধরে ড. রুবানা হক বলেন, ‘যেসব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন :- পিপিই, মাক্স, হ্যান্ডওয়াস, ওষুধপত্র উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে, সেসব কলকারখানার মালিকদের শ্রমিকদের প্রয়োজনীয় সুস্বাস্থ্য, নিরাপওা ব্যবস্থা নিশ্চিতকরণ সাপেক্ষে প্রয়োজনবোধে কলকারখানা চালু রাখতে পারবেন। এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতা করবে।’
‘এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ইস্যু করা স্মারক নং ৪০.০১.০০০.১০১.৯৯.০০১.১৭.১ এর প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি’,- বিজ্ঞপ্তিতে বলেন বিজিএমইএর সভাপতি।
Posted ১:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed